“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

বহুমাত্রিক বার্তা


|| শমীক চৌধুরী ||
(C)Image:ছবি



























কটি প্রাকৃতিক দুর্বলতা
তার ক্যামেরা বন্দী দৃশ্য
মুহূর্তে ছড়িয়ে পড়ে আন্তর্জালে
এবং ভ্রাম্যমান দূরভাষ যন্ত্রে।
ক্ষণিকের দুর্বলতা পৌঁছে যায়
অচেনা অজানা দুর্গম স্থানে।


ধুম্রপান আর তার নির্গমনের মাঝে
এলকোহল অনাবশ্যক স্থান পেয়ে যায়
অবাঞ্ছিত প্রশ্রয়ে।
বাষ্প ঘনীভূত হয়।
বাকিরা যা ছড়িয়ে পড়লো
তা নিয়ে মেতে উঠে।

কোন মন্তব্য নেই: