।। অভীককুমার দে।।
যেখানে শব্দ হয়
যখনই শব্দ হয়
পেছনে অদৃশ্য পথ, আমিও যাই শব্দের কাছে।
চোখে চোখ রাখতেই ভাঙাগড়ার খেলা
বুকের স্পন্দনে আকাশের জমা কষ্ট অথবা সুখ
ভাসতে ভাসাতে কেবল ঝরেই যায়
হৃদয়ের হ্রদ হয়ে জেগে ওঠে।
আপেক্ষিক স্থিরতার পর্দা সরে গেলে
হৃদয় ভেঙে জন্ম নেয় ঝর্ণা, সেও ঝরেই যার,
সৌন্দর্য্যের অবশেষটুকুও ভাঙে;
নদীর চোখ থেকে চোখের নদী
সাগর চেনে।
শুনি, শব্দ এখানেও, অতলের কাছে
শব্দ শুনি আর আমিই যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন