“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৩ জুন, ২০১৯

ঈদ এসেছে

   রফিক উদ্দিন লস্কর

বছর পরে খুশির জোয়ার
লাগছে সবার গায়,
নীল আকাশের বাঁকা চাঁদ
জানান দিয়ে যায়।

ঈদ এসেছে ঈদ এসেছে
রমজানেরই ইতি,
নতুন জামা নতুন কাপড়
মনে ভাব প্রীতি।

মাগো তুমি রেঁধো রাখো
শিন্নী সেমাই ঘরে,
পথের ধারের পথশিশুরা
খাবে পেট ভরে।

বিলিয়ে দেবো সবার মাঝে
যে যতটুক চায়,
কষ্ট ব্যথা ভুলিয়ে যেনো
ঈদের খুশি পায়।

আমার মতো কতই শিশু
আছে এই ভবে,
নিঃস্ব অনাথ জানি তারা
খুশি চায় সবে।

সুখে-দুঃখে জনম জনম
রইবো পাশাপাশি,
ঈদ আনন্দে সবার মুখে
লেগে থাকুক হাসি।

কোন মন্তব্য নেই: