।। অভীককুমার দে।।
গাছের ডালে পিঁপড়ে বাসা
জীবন কাটে ভালো,
সুতোর প্যাঁচে বেঁধে রাখে
বাসায় প্রাণের আলো।
হঠাৎ করেই মেঘলা চোখে
আকাশ যদি কাঁদে,
বৃষ্টি ঝড়ে ভাঙতে দেখি
পিঁপড়ে পড়ে ফাঁদে।
গর্তে থাকা পিঁপড়গুলোর
জীবন সুখে কাটে,
ভালো খাবার খুঁজে পেলেই
একই সাথে খাটে।
কীটের সাথে লড়াই কীটের
সমাজ ধ্বংস হয়,
ছন্নছাড়া পিঁপড়েগুলো
কীভাবে যে সয় !
দলে দলে ছুটতে থাকে
মাটি বুকের লাইন
ছলে বলে ভাঙে কারা
বিশ্বজোড়া আইন ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন