।। অভীককুমার দে।।
তোমার ঠিকানা খুঁজতে খুঁজতেই কবিতাকে পেয়েছি।
বয়স পনেরোর আমি কবিতার বুকে
কান পেতে শুনেছি শিউলি ফোটা শব্দ
ফুল শরীরে পাপড়ির ঘুম
ভেঙে গেলেই মনের কোথাও রাত দুপুরের পথ
শিশির ভেজা ভোরের কাছাকাছি।
আমি ভাবতাম, এই বুঝি পৌঁছে গেছি,
অথচ গাছের ডালে আমার অতীত গল্প, ফুল নেই,
আলোর কাছে জেনেছি--
তুমি এখন মাটির বুকে জীবনের ছবি আঁকো।
পনেরোর পর চলে গেছে আরও অনেক বছর
কবিতা জানে, শিউলির ঠিকানায় এসেছে নতুন কুঁড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন