“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৮ জুন, ২০১৯

যত্তসব ফেবুতে

            রফিক উদ্দিন লস্কর

ফেবুর খাসতালুকে এখন যত্তসব ওস্তাদি
কে আদি,কে বাদী আর কে নিরপরাধী।
সহজ সরল শব্দ মাঝে থাকে প্রায়ই ভুল
জ্ঞানদার মাথায় গজায় লম্বা লম্বা চুল।
দেখিয়ে দেন কাঁচকলাটা তারই অনুগামী,
যুক্তি তক্ক আছে বেশ আকাশ হতে নামি।
পাঠশালার চৌকাঠ যার হয়না কভু দেখা,
ফেবুতে তার দেখতে পারেন কত্তসব লেখা।
তিলকে সে তাল করে সত্যাসত্য বুঝেনা,
বড়বাবুর চশমাটায় ছোট্ট লেখা দেখেনা।
সবাই হলাম সবার 'বড়' করতে চাই এটা,
সে নিজেই জানেনা, কি লিখেছে ব্যাটা!
অহংকারী কাকের সারি আছে অহর্নিশ,
শব্দে শব্দে ঠেলাঠেলি হলে উনিশ-বিশ।
কেউবা বিলায় সন্দেশ আবার কেউ জ্ঞান,
ভুলের ভুলেও বকধার্মিকের ভাঙেনি ধ্যান।
এমন হলে নিষ্প্রয়োজন ফেবু তুমি নিশ্চয়,
রাহাজানির বহর নিয়ে সময় করো অপচয়।

কোন মন্তব্য নেই: