রফিক উদ্দিন লস্কর
মাহে রমজান শেষে
নতুন চাঁদের সাথে,
ঈদের খুশি ঘরে ঘরে
উঠবো সবাই প্রাতে।
ধনী-গরিব নেই ব্যবধান
সবার অংশ সমান,
ঈদগাহের জমায়েতে
করবো তার প্রমাণ।
দলে দলে ছুটবো মোরা
নতুন কাপড় পরে,
পরকে যে করবো আপন
কোলাকোলি করে।
ছোট বড় এক ময়দানে
ছাড়িয়ে ভেদাভেদ,
নামাজ সেরে ফিরব সবে
মুছে সকল জেদ।
খাবো সবাই সিন্নি-সেমাই
নামাজ হতে এসে,
খবর নেবো প্রতিবেশির
হাসিখুশিতে ভেসে।
আছেন যতই দীনদুঃখী
আমার মহল্লায়,
সাধ্যমত দেখবো তাদের
যতটুক পারা যায়।
ছড়িয়ে দেবো ঈদের খুশি
সবার ঘরে ঘরে,
সবাই মিলে ঈদের মজা
নেবো পরাণ ভরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন