“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

খুশির ঈদ

রফিক উদ্দিন লস্কর

মাহে রমজান শেষে
নতুন চাঁদের সাথে,
ঈদের খুশি ঘরে ঘরে
উঠবো সবাই প্রাতে।

ধনী-গরিব নেই ব্যবধান
সবার অংশ সমান,
ঈদগাহের জমায়েতে
করবো তার প্রমাণ।

দলে দলে ছুটবো মোরা
নতুন কাপড় পরে,
পরকে যে করবো আপন
কোলাকোলি করে।

ছোট বড় এক ময়দানে
ছাড়িয়ে ভেদাভেদ,
নামাজ সেরে ফিরব সবে
মুছে সকল জেদ।

খাবো সবাই সিন্নি-সেমাই
নামাজ হতে এসে,
খবর নেবো প্রতিবেশির
হাসিখুশিতে ভেসে।

আছেন যতই দীনদুঃখী
আমার মহল্লায়,
সাধ্যমত দেখবো তাদের
যতটুক পারা যায়।

ছড়িয়ে দেবো ঈদের খুশি
সবার ঘরে ঘরে,
সবাই মিলে ঈদের মজা
নেবো পরাণ ভরে।

কোন মন্তব্য নেই: