।। অভীককুমার দে।।
তুমি ভাবছো পারোর মত পাড়ি দিতে হয়েছে বলে
দেবদাসের মতই অন্য কোনও কোঠাঘরে আমি অথবা
আগুন গিলে পুড়িয়ে দেবো
বুকের কার্ণিশে ঝুলিয়ে রাখা তোমার ছবি !
না, সেকালের দেবদাস আমি হতে পারি না, বরং
কবিতার মুখে তোমার ছবি এঁকে শব্দের নাবিক আমি
ডুবে যাবো নদীর উজানের গান শুনেই।
যেদিন ভাটির দিকে যৌবন হারাবে নদী
দুলতে থাকবে অচল শরীর
হয়তো কবিতাও চিনবে না আগের মত,
আমিও না হয় কৃষ্ণচূড়ার বদলে শিউলি তলায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন