“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

ভালবাসা










।। সুপ্রদীপ দত্তরায় ।।




ভালবাসিস ?
আমাকে? 
চল যাবি , 
নরকে ।
নরকের 
পাথরে 
ভালবাসা 
পরখে, 
খাটি কিনা
জানা যায়, 
নিমেষের 
পলকে ।
তারপরও
বলছিস , 
আহারে 
বলবি না ।
এ জীবনে 
ভালবাসা 
হয়তো বা 
মিলবে না ।
তারপরও 
ভরসা ---,
দিস তবে
ভালবাসা,
কথা দেই 
এজীবনে 
আর কিছু 
চাইবো না ।
এক আকাশ 
রোদ মুখে  
যদি ঝরি
তোর বুকে, 
পারবি তো
মেনে নিতে  
বেহাগ বা , 
পুরবীতে ।


কোন মন্তব্য নেই: