“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

'উজান' উদযাপন করতে যাচ্ছে ২১শে ফেব্রুয়ারি,১৯ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...


গামী ২১শে ফেব্রুয়ারি, ২০১৯ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এবারেও ‘উজান সাহিত্য গোষ্ঠী’ এই দিনটি পালন করতে চলেছে।
            এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৩রা ফেব্রুয়ারি, ২০১৯, রবিবার সকাল ৯টা ৩০মিনিটে দুর্গাবাড়ি শিশুবিদ্যালয়ে  এবং ২১শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুর্গাবাড়ি প্রাঙ্গণে রেখায়-লেখায় ‘আঁকা এবং লেখা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাতে অংশ নেবার জন্যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের প্রতি ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করবার অনুরোধ রইল। সেই সঙ্গে ২১শের মূল অনুষ্ঠান তথা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিকেল ২টা ৩০ মিনিটে দুর্গাবাড়ি পূজা মণ্ডপে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। সেখানে সবাই উপস্থিত থেকে অনুষ্ঠান সুন্দর  এবং সফল করবার অনুরোধ জানাচ্ছি।
              ২১শের মূল অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারেও গানে, কবিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আয়োজন করা হচ্ছে বিশেষ বক্তৃতানুষ্ঠান। সেখানে আমন্ত্রিত হয়ে বক্তৃতা করবেন...

বাসব রায়
বক্তৃতার বিষয় হচ্ছে 'ভাষা এবং জীবিকা'
অতুল শর্মা
বক্তৃতার বিষয় হচ্ছে ঃ 'অনুবাদ সাহিত্য আৰু মোৰ অভিজ্ঞতা'

তারিখ ১৫ জানুয়ারি, ২০১৯                                                    ইতি
তিনসুকিয়া                                                        সুজয় রায়         ভানু ভূষণ দাস
                                                                     সভাপতি                সম্পাদক
                        উজান সাহিত্য গোষ্ঠী, তিনসুকিয়া
যোগাযোগের ঠিকানা: ভানু আর্টস, রাঙাগড়া রোড, (সুবচনী আলির বিপরীতে), তিনসুকিয়া, আসাম।
দূরভাষ তিনসুকিয়া ভানু ভূষণ দাস ৯৪৩৫৩৩৫৪৪০,৯৯৫৭১৩৯৬৯৭; সুজয় রায়  ৯৯৫৪৭৯৭১২২;
            গোপাল বসু ৯৪০১৩৩০৪৮৯, গোপাল মজুমদার ৯৪৩৫৩৩৩৯৩০, ৮৬৩৮৪৭৫২৫৪,
ত্রিদিব দত্ত ৯৮৫৪৮২৫৬৪৩, ৮৬৩৮০৮১৯৯৫,  সবিতা দেবনাথ ৮৪০৩৯৫১৪৯৯, ৮৬৩৮২০৭৭৬১,
সুমিত পাল ৯৯৫৪১৭২০৭০,  কঙ্কন দাস ৭০০২৭৬৮০০৮, অমৃত দাস ৯৭০৬১৩৫৩৬৫, উত্তম দাস
৯৮৫৪১৩৮২১৯।
ডিগবয় পার্থ সারথি দত্ত ৯৪৩৫৩৩৭৫৫২,৭০০২০৯৫৭৯১;বরহাপজান রাজেন্ড খাউণ্ড ৯৯৫৪০৫৪০৭২;
মাকুম   স্বরূপ দাস ৯৭০৬১৮৮৮০৪ ডিব্রুগড় সুরজিত দেবনাথ ৯৭০৬৮৪৯৯৭০;
গুইজান প্রমেশ দাস  ৮৬৩৮২৪৯১৭২; বরডুবি স্বস্তি সাধন চক্রবর্তী ৮৭২১০২০০২৬; মার্ঘেরিটা সমীর দাস 
৭০০২৯৩০৯৮৫



ছবি এবং কথার প্রতিযোগিতার নিয়মাবলী এবং সময়সূচী
১) প্রতিযোগিতা দুটি ভাগে হবে
২) ক) ৩রা ফেব্রুয়ারি, ২০১৯ রবিবার সকাল ৯টা ৩০মিনিট থেকে দুর্গাবাড়ি শিশু বিদ্যালয়ে ‘লেখা এবং আঁকা’র প্রতিযোগিতা।    
    খ) কথা বা কবিতা-পঙক্তিগুলো সুন্দর করে লিখতে হবে। সঙ্গে দেওয়া ছবিটি আঁকতে হবে,অথবা কথার সঙ্গে সঙ্গতি
        রেখে একই  আদলে অন্য ছবিও আঁকা যেতে পারে।
    গ) আয়োজকদের তরফে কাগজ সরবরাহ করা হবে। বাকি আঁকা এবং লেখার সামগ্রী প্রতিযোগিদের নিয়ে আসতে হবে।
    ঘ) আঁকার সময় দুই (২) ঘণ্টা
    ঙ) শ্রেণি অনুসারে এই প্রতিযোগিতা চারটি বিভাগে বিভাজিত হবে।
    চ) অংশগ্রহণের মাশুল ৫০/-টাকা
৩) ক) ২১শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯টা ৩০মিনিট থেকে দুর্গাবাড়ি প্রাঙ্গণে ছবি আঁকার খোলা প্রতিযোগিতা।
    খ) বিষয় হবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সংগ্রাম এবং ঐতিহ্য’, অথবা ‘মাতৃভাষার মান’ অথবা সঙ্গে  দেওয়া যে কোনো একটি কবিতার পঙক্তিকে অনুসরণ করে ছবি আঁকতে হবে। সেই ক্ষেত্রে যে কবিতা অনুসৃত হলো তার নম্বর উল্লেখ করতে হবে। যেমন ‘আকালৰ চোতাল...সর্বোত্তম প্রতিভা’ কবিতাটি অনুসরণ করলে লিখতে হবে (১)। কবিতা পঙক্তি লিখে দিলে আরো প্রশংসনীয় হবে।
   গ) আয়োজকদের তরফে চিত্রপট (ক্যানভাস) সরবরাহ করা হবে। কিছু রঙের যোগান দেওয়া হবে।  বাকি আঁকা এবং লেখার    
       সামগ্রী প্রতিযোগীদের নিয়ে আসতে হবে।
 ঘ) আঁকার সময় তিন (৩) ঘণ্টা
ঙ) বয়স এবং শ্রেণির বাঁধন-বিহীন এই প্রতিযোগিতা সাধারণের জন্যে উন্মুক্ত। যে কেউ অংশ নিতে পারেন।
চ) অংশগ্রহণের মাশুল ২০০/-টাকা
৪)  দুটি প্রতিযোগিতাতেই  শিল্পীর স্বাক্ষর এবং ছবির নাম (যদি দিয়ে থাকেন) মাতৃভাষাতে  লিখতে হবে।
৫) বিজয়ী ছবি ২১শের মূল অনুষ্ঠানে প্রদর্শিত হবে। এবং সেখানেই বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
                                   
                                            *****
বাকি বিস্তৃত তথ্যের জন্যে নিচের ছবিগুলো দেখুন...
(ক্লিক করে বড় করুন )






কোন মন্তব্য নেই: