।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
মেঘের
খামে পাঠিয়েছিলাম চিঠি
তুমি অশ্রু ভরে ফেরত দিলে !
তুমি অশ্রু ভরে ফেরত দিলে !
চিঠি
দেখেই রেগে গেলে হঠাৎ
আগুন চোখে তাকিয়েছিলে, বিকট রকম খেঁকিয়েছিলে...
শব্দগুলো আগুন ছড়ায় যত
বুকের উপর ক্ষত ঘাঁটছিলে !
রঙিন যদি পথের আলো
মনের ঘরে কীসের কালো ?
তুমি শুকনো যে পথ ভিজিয়ে দিলে !
আগুন চোখে তাকিয়েছিলে, বিকট রকম খেঁকিয়েছিলে...
শব্দগুলো আগুন ছড়ায় যত
বুকের উপর ক্ষত ঘাঁটছিলে !
রঙিন যদি পথের আলো
মনের ঘরে কীসের কালো ?
তুমি শুকনো যে পথ ভিজিয়ে দিলে !
বুকের
আগুন দেখতে যদি, ডুবতে যদি
বুঝতে ঠিকই কেমন আছি,
মেঘের খামে পাঠিয়েছিলাম চিঠি
তুমি অশ্রু ভরে ফেরত দিলে !
বুঝতে ঠিকই কেমন আছি,
মেঘের খামে পাঠিয়েছিলাম চিঠি
তুমি অশ্রু ভরে ফেরত দিলে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন