“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

বদভ্যাস

।।শৈলেন দাস।।

(C)Image:ছবি














তোমার চোখে চোখ রেখে কথা বলা
আমার পুরনো অভ্যাস...
আসলে কি জান?
তোমার চোখের মণির ভিতর
নিজের ছবি দেখে আমি উৎফুল্ল হই
 
অফুরান জীবনীশক্তি পাই চিরকাল...
তুমিও তা অনুধাবন করতে একসময়
সুযোগ মত প্রশ্রয়ও দিতে তাই।
এখন পরিস্থিতি বদলে গেছে
তুমি অবসর কাটাও বাতানুকূলরুমে
আমার জীবন ঘামে ভেজা, সম্ভাবনা গেছে কমে
হয়ত সে কারণেই তোমার চোখে চোখ রেখে
এখন আমার কথা বলা
তোমার কাছে এক বিরক্তিকর বদভ্যাস।

কোন মন্তব্য নেই: