।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
পাতাগুলো
পড়ছে আর পড়ছে
কত আর সহ্য হয় শীত !
কত আর সহ্য হয় শীত !
গাছেদের
ডালে কুয়াশার প্রেম
আপাত নদীর শাড়ি জড়িয়ে প্রিয়তমার মতই
অদৃশ্য শোষণ
ফেটে যাওয়া শরীর নিংড়ে শুষে নিচ্ছে যাবতীয় তরল।
আপাত নদীর শাড়ি জড়িয়ে প্রিয়তমার মতই
অদৃশ্য শোষণ
ফেটে যাওয়া শরীর নিংড়ে শুষে নিচ্ছে যাবতীয় তরল।
সব
পাতা ঝরে গেলেও
গাছেরা দাঁড়িয়ে আছে আগের মতই,
ওরা জানে, প্রিয় বসন্ত আবার আসবে।
গাছেরা দাঁড়িয়ে আছে আগের মতই,
ওরা জানে, প্রিয় বসন্ত আবার আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন