“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

আমি সেই বাঙালি!












।। রফিক উদ্দিন লস্কর ।। 

মি হলাম সেই বাঙালি!
শুধু দেশি মুরগি চাই,
৩১ডিসেম্বর রাত ১২টায়
বাজি পটকা পোড়াই।
আমি হলাম সেই বাঙালি!
স্বাগত প্রিয় জানুয়ারি!
আমি প্রচণ্ড শীতের রাতে
রাস্তায় করি পায়চারি।
আমি হলাম সেই বাঙালি!
চাইনা বাংলা সাবান,
১লা জানুয়ারি বনভোজন
 
কতো মজা নাচগান।
আমি হলাম সেই বাঙালি
হালখাতা পাই ভয়,
পয়লা বৈশাখ শুধুই না'কি
দোকানির মনে হয়!

কোন মন্তব্য নেই: