“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

শিলচর

।। সুপ্রদীপ দত্তরায় ।।

(C)Image:ছবি








তুমি তাহলে এখনো বেঁচে আছো ,
শহর শিলচর ?
তোমার চোখে একি ঔদ্ধত্য চাহনি
একোন ঈশানী মেঘের শঙ্কা
তখ্তের বিবর্তনে ঝাপসা কৃষ্টি
মায়ানগরী আজ শুধু বালুচর ।
ভূকম্পন যে হয়েছিল শহরের বুকে 
মুহূর্তে চমকে দেখি, শহর শিলচর
 
বুকে তার বিশাল ক্ষত, অন্তত গভীর
 
দুপাশে দাঁড়িয়ে তার যুযুধান দল
ঐতিহ্যের সমাধি দেখে ধুলো আর পাথর।
তুমি তো ছিলে না এমন ?
কবির শহর, কবিতার শহর
 
তৃতীয় ভুবনে তোমার অনন্য স্থান ।
যারা বিজিত , তারা পরাজিত নয়
বুদ্ধি কখনোবা প্রতিবন্ধক হয়
যা পারো, তাই না পারা রইলো
বিবেকের দোষে ---।
বুদ্ধির পসারীদের দুর্বলতার ফাঁকে
 
যে জয়ী, সে কলঙ্কিত নায়ক।
নির্বুদ্ধিতা, ভয় আর আতংকের মধ্যে
  
ভালো থেকো, তোমার শুভ বুদ্ধি হোক ।


কোন মন্তব্য নেই: