“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১০ জুলাই, ২০১৬

আমার প্রথম প্রেম


।।শৈলেন দাস।।

তার সাথে আমার কথা হয়নি
চোখে চোখও রাখা হয়নি সেরকম
একসাথে মাত্র কিয়েকটি ক্লাস
তারপরই সে নিরুদ্দেশ।
সামাজিক সপ্তাহেও তাকে পাইনি
পরীক্ষার শেষদিনেও খুঁজেছি অনেক
অপেক্ষায় ছিলাম ফল প্রকাশের
আশংকাও ছিল এক....।
তারপর, দেড় দশকে
দূর থেকে কয়েকবার দেখেছি তাকে
একবার যেন মনে হল
সেও তাকিয়ে আছে আমার দিকে
ছিল নানা প্রতিবন্ধকতা তখন
আমার অক্ষমতা সেই কলেজ দিনের
তাই সাহস করে হয়নি বলা
আমার প্রথম প্রেম তুমি চিত্রলেখা।

কোন মন্তব্য নেই: