কথার ভার
সুমিত্রা পাল
কিছু কথা উড়ে যায় হালকা মেঘের মত
নির্ভার, স্বচ্ছন্দ
কোন বক্তব্য রেখে যায়না।
কিছু কথা জলভরা মেঘের মত অবনত
দীর্ঘ আলাপচারিতার ক্ষণে ক্ষণে
ঝরে পড়তে চায় নিমগ্ন চৈতন্যের মাঝখানে।
দিয়ে যেতে চায় কিছু ইঙ্গিত
ফুল ফোটার, ঋতু পরিবর্তনের
যে কথা হয়নি বলা
সেই কথা বলে ফেলার!
কিছু কথা রেখে যায় ভার
গোপন কথা গোপন রাখার।
সুমিত্রা পাল
কিছু কথা উড়ে যায় হালকা মেঘের মত
নির্ভার, স্বচ্ছন্দ
কোন বক্তব্য রেখে যায়না।
কিছু কথা জলভরা মেঘের মত অবনত
দীর্ঘ আলাপচারিতার ক্ষণে ক্ষণে
ঝরে পড়তে চায় নিমগ্ন চৈতন্যের মাঝখানে।
দিয়ে যেতে চায় কিছু ইঙ্গিত
ফুল ফোটার, ঋতু পরিবর্তনের
যে কথা হয়নি বলা
সেই কথা বলে ফেলার!
কিছু কথা রেখে যায় ভার
গোপন কথা গোপন রাখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন