শমীক চৌধুরী
মুহূর্ত নিয়ে-
বেঁচে থাকা ভালো
প্রহর থেকে।
মুহুর্তের আনন্দ-উল্লাস
এসো, আজ বসে মুহূর্ত গুনি-
কত মুহুর্তে প্রহর হয় ?
না, এখন আর তা
কেউ গোনে না।
বিগত দুই বছর
অনেক মুহুর্তের
কাটাকুটি খেলার ফল।
কেউ কোনাকোনি রেখা
টানতে পারে নি।
মুহূর্ত নিয়ে-
বেঁচে থাকা ভালো
প্রহর থেকে।
মুহুর্তের আনন্দ-উল্লাস
শোক-দুঃখ
প্রহরে স্মৃতি হয়ে যায়।
প্রহরে স্মৃতি হয়ে যায়।
এসো, আজ বসে মুহূর্ত গুনি-
কত মুহুর্তে প্রহর হয় ?
না, এখন আর তা
কেউ গোনে না।
বিগত দুই বছর
অনেক মুহুর্তের
কাটাকুটি খেলার ফল।
কেউ কোনাকোনি রেখা
টানতে পারে নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন