“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ জুন, ২০১৬

সময় চলমান জীবনও তাই

।।শৈলেন দাস।।

জীবন রোদে সেঁকা ব্যস্ত সময়
যেটুকু হাওয়া গায়ে লাগে তাও ধুলোময়
এরই মাঝে চলতে হয় বন্ধুর পথে
লক্ষ্যে যদি পৌঁছানো যায় কোনমতে
দায়িত্বের বোঝা হয়ত কমবে কিছু
সুখও হয়ত জীবনের ধরবে পিছু
জিরিয়ে নিতে পারব আমি হয়ত কিছুক্ষণ
অপমানের দিনগুলিরও হয়ত হবে অবসান
কিন্তু (হায়!) সময় চলমান জীবনও তাই
যন্ত্রবৎ ছুটতেই হয় থামার উপায় নেই।

কোন মন্তব্য নেই: