“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১৯ জুন, ২০১৬

বালি বর্ষা...দুই / চিরশ্রী দেবনাথ

বালি বর্ষা ....দুই

ভীড়হীন পাড়ার একপাশে ছোট্ট এক সরাইখানা/
জলের কুঁজোতে রাখা শ্রাবণের মেঘ /
থালায় থালায় ভরে উঠেছে বকুল ভাত/
সন্ধ্যার বৃষ্টি মেখে  কেউ কেউ খেয়ে নিচ্ছে সব ..../
কারা যেন ছায়া ছায়া পা ফেলে যাচ্ছে/
সরাইখানায় তাদের চাই নেশাজল, ছেঁড়া ঘুঙুর/
এসবই পাবে তারা/
যদি খাতায় লিখে দিতে পারে সব মিথ্যে গৃহকথা..... ...../

কোন মন্তব্য নেই: