বালি বর্ষা ....দুই
ভীড়হীন পাড়ার একপাশে ছোট্ট এক সরাইখানা/
জলের কুঁজোতে রাখা শ্রাবণের মেঘ /
থালায় থালায় ভরে উঠেছে বকুল ভাত/
সন্ধ্যার বৃষ্টি মেখে কেউ কেউ খেয়ে নিচ্ছে সব ..../
কারা যেন ছায়া ছায়া পা ফেলে যাচ্ছে/
সরাইখানায় তাদের চাই নেশাজল, ছেঁড়া ঘুঙুর/
এসবই পাবে তারা/
যদি খাতায় লিখে দিতে পারে সব মিথ্যে গৃহকথা..... ...../
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন