“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৭ জুন, ২০১৬

আমি কৈবর্ত -শৈলেন দাস














।।শৈলেন দাস।।


জীবনের জন্যই জীবিকা-
মাছে ভাতে বাঁচে বাঙালি জীবন
তাই ভরা বর্ষায়, নদী ঝিল বিল
হাওরে আমার রাত দিন যাপন।
শীতে, শিশিরে ভিজে দুর্বা ঘাস
সমস্ত চরাচর ঢাকে ঘন কুয়াশায়
আমি জলে কাদায় দাঁড়িয়ে ঠায়
শক্ত হাতে ধরে লাঙল জোয়াল
বাতাসে উষ্ণতা ছড়াই খালি গায়।

কোন মন্তব্য নেই: