।।শৈলেন দাস।।
জীবনের জন্যই জীবিকা-
মাছে ভাতে বাঁচে বাঙালি জীবন
তাই ভরা বর্ষায়, নদী ঝিল বিল
হাওরে আমার রাত দিন যাপন।
শীতে, শিশিরে ভিজে দুর্বা ঘাস
সমস্ত চরাচর ঢাকে ঘন কুয়াশায়
আমি জলে কাদায় দাঁড়িয়ে ঠায়
শক্ত হাতে ধরে লাঙল জোয়াল
বাতাসে উষ্ণতা ছড়াই খালি গায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন