সুকুমারী
...................
ছাদে দাঁড়াও সুকুমারী
এক ক্ষনজন্মা বর্ষা আসার কথা রাতবিরেতে
এই ধরনের নাম বিংশশতকে কেউ রাখে না
সুকুমারীর বাবা রেখেছিলেন
সুকুমারীর বাবা কিন্ত খুব আধুনিক ছিলেন
ঘরের দেয়ালে সাজিয়েছিলেন
মকবুল ফিদা হুসেন সারি সারি
সন্ধ্যার বৃষ্টির সময় এইসব বিতর্কেরা
দুঃখ, প্রেম, উল্লাস, অভিমান ইত্যাদি
পারস্পরিক সম্পর্ককে চুমু খেতো
তারপর ঘুমিয়ে থাকতো নিপাট বিছানায়
অথচ মেয়ের নাম শুধু সুকুমারী
সুকুমারীর মা প্রতিবাদ করেছিলো
মা মারা গেছে অকাল জোৎস্নায়
অরণ্যের মতো ঘর পেরোয় আজকাল ধূসর হস্তীযূথ
সুকুমারীর হাত ধরে দাঁড়িয়ে থাকে পিতা
পিতাপুত্রীর নিঃশ্বাসে ঘরে বয়ে যায় বনজ বাতাস...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন