।। শিবানী দে।।
বরাক, তোমার সঙ্গে প্রথম দেখা সেই কতকাল আগে।
মা পরিচয় করিয়ে দিয়েছিল তোমার সাথে ।
“দ্যাখ, দ্যাখ, বরাকনদী পার হচ্ছি বদরপুর ঘাটে”-----
চেয়ে দেখি লোহার রেলিং পেরোচ্ছে ছুটে,
নিচে তুমি বয়ে যাচ্ছ শান্ত নিবিড় স্রোতে
সন্ধ্যার নীলাভ লাল আভা মাখা মায়াবী সংরাগে ।
মায়ের মুখের মৃদু হাসি
মিশে গেছে নদীর বুকের আলোর সোহাগে ।
বরাক, তোমার সঙ্গে আমার নাড়ির বাঁধন-সূত্র
সেই মায়ের করানো পরিচয় ,
সে কি কখনো আর ছিন্ন হয় ?
চোখে লেগে আছে সে মুগ্ধ দেখা তখন অবধি ।
আরো তো দেখেছি কত নদী,
ব্রহ্মপুত্র, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা গঙ্গা যমুনা----
বরাক, তোমার মত আর দেখলাম না ।
দুধারের পাড় উঁচু হতে হতে মিশে যায় সবুজে,
সবুজ ঘনসবুজ ঘননীল হয়ে মিলায় নীলের মাঝে,
এপারে পাঁচগ্রামের পাহাড়, ওপারে জয়ন্তিয়া,
ধ্যানমগ্ন সিদ্ধেশ্বর মাঝখানে ।
অস্তের দিকে মুখ করে চলে যায় কালো ছবির খেয়া
গান ভেসে আসে ভাটিয়ালির তানে ।
কোন দূর নাগাপাহাড়ের অন্তর থেকে কলস্বনা বালা,
মণিপুর মিজোরামের কিশোরী চঞ্চলা ,
এ বাঁকে রোদে ঝলমলিয়ে খিলখিলানো সুখ,
ও বাঁকে বৃষ্টির ওড়নায় ঢাকো মুখ ।
ওপারে যদি শান্তি নিরিবিলি সুপুরি-কলা বনে
এপারে ক্ষেতে তৃপ্তির হাওয়া ঢেউ খেলে যায় ধানে।
এবাঁক থেকে ও বাঁকে লুকোচুরি খেলতে খেলতে,
কত নদীকিশোরীর সঙ্গে মিলতে মিলতে,
ভরেছ নিজেকে যৌবনে,
চলেছ ভালবাসা ছড়িয়ে দিতে দিতে ।
সীমান্ত তোমায় ধরে রাখতে পারেনি বন্ধনে ।
বরাক, তোমার পারে পারে নানা জনজাতির বাস,
কৌলীন্যের কল্কে তাদের দেয়নি ইতিহাস,
তোমার পারে লেখা হয়নি কোনও বেদ, বেদান্ত, রামায়ণ,
লড়া হয়নি কোনও কারবালার রণ ।
কিন্তু মাতৃভাষা কেড়েনেওয়া অত্যাচারের প্রতিবাদে
মন্দ্রিত হয়েছিল তোমার আকাশ বাতাস ।
তোমার নরম রূপের ভেতরেও লুকিয়ে আছে আগুন,
জগৎ পেয়েছিল তার তীব্র আভাস ।
এগারো শহীদের রক্ত মিশে গিয়েছিল তোমার উপত্যকায়,
তোমার জলে জননীদের অশ্রুতর্পণ, হায় ।
আজও সেই প্রতিবাদীরা উপেক্ষিত সাজানো ইতিহাসের ছিন্নপত্রে,
অচিহ্নিত সেই স্থান ভূগোলের খেয়ালি মানচিত্রে ।
তোমার নাম নেই সাঙ্ঘাতিক কোন ইতিহাস ভূগোলের পাতায়,
থারমোপলি, হলদিঘাট, শরাইঘাটের তালিকায়,
তাদের আগুন থেকে তোমার আগুন নয় ঊন প্রতিভাস ।
তবুও হায়, তোমার অকুলীন ইতিহাস !
বরাক, সেই আগুন কি নিভে গেছে ?
তোমার বন্যার পলির নিচে, কচুরিপানার পাঁকের তলায়
তার পরিণতি জীবাশ্মের প্রায় ?
শহীদের রক্ত তোমাকে আরো দুবার দিয়ে গেছে নাড়া,
তবু আজ তোমার মুখের বুলি ভেসেছে আবিলতায় ।
ভেঙ্গে দিচ্ছে মেরুদণ্ড কত ছলে, কত অত্যাচার।
তুমি কি মেনে গেছ হার ?
নাহলে আজ রাস্তার মোড়ে, কার্যালয়ে, স্টেশনে,
অন্যভাষার আবর্জনা বিজ্ঞাপনে, শিশুদের বইয়ের পাতায়,
বিকানো আত্মসম্মানের প্রতিবাদের নেই কোনো দায় ।
হার মেনোনা, বরাক, তুমি হার মেনোনা, মিনতি করি,
অশ্রু জমাট বেঁধে হোক হীরকের তরবারি।
তোমার দীর্ঘশ্বাস আগুন-গিরির মত যেন লাভা গলায়,
উৎসর্গিত প্রাণের লড়াই বৃথা না যায় ।
তোমার মত বহমান আবহমান কালের মাতৃভাষা,
তারি কল্লোলে বাজুক আমাদের গর্ব-আশা ।
বরাক, তোমার সঙ্গে প্রথম দেখা সেই কতকাল আগে।
মা পরিচয় করিয়ে দিয়েছিল তোমার সাথে ।
“দ্যাখ, দ্যাখ, বরাকনদী পার হচ্ছি বদরপুর ঘাটে”-----
চেয়ে দেখি লোহার রেলিং পেরোচ্ছে ছুটে,
নিচে তুমি বয়ে যাচ্ছ শান্ত নিবিড় স্রোতে
সন্ধ্যার নীলাভ লাল আভা মাখা মায়াবী সংরাগে ।
মায়ের মুখের মৃদু হাসি
মিশে গেছে নদীর বুকের আলোর সোহাগে ।
বরাক, তোমার সঙ্গে আমার নাড়ির বাঁধন-সূত্র
সেই মায়ের করানো পরিচয় ,
সে কি কখনো আর ছিন্ন হয় ?
চোখে লেগে আছে সে মুগ্ধ দেখা তখন অবধি ।
আরো তো দেখেছি কত নদী,
ব্রহ্মপুত্র, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা গঙ্গা যমুনা----
বরাক, তোমার মত আর দেখলাম না ।
দুধারের পাড় উঁচু হতে হতে মিশে যায় সবুজে,
সবুজ ঘনসবুজ ঘননীল হয়ে মিলায় নীলের মাঝে,
এপারে পাঁচগ্রামের পাহাড়, ওপারে জয়ন্তিয়া,
ধ্যানমগ্ন সিদ্ধেশ্বর মাঝখানে ।
অস্তের দিকে মুখ করে চলে যায় কালো ছবির খেয়া
গান ভেসে আসে ভাটিয়ালির তানে ।
কোন দূর নাগাপাহাড়ের অন্তর থেকে কলস্বনা বালা,
মণিপুর মিজোরামের কিশোরী চঞ্চলা ,
এ বাঁকে রোদে ঝলমলিয়ে খিলখিলানো সুখ,
ও বাঁকে বৃষ্টির ওড়নায় ঢাকো মুখ ।
ওপারে যদি শান্তি নিরিবিলি সুপুরি-কলা বনে
এপারে ক্ষেতে তৃপ্তির হাওয়া ঢেউ খেলে যায় ধানে।
এবাঁক থেকে ও বাঁকে লুকোচুরি খেলতে খেলতে,
কত নদীকিশোরীর সঙ্গে মিলতে মিলতে,
ভরেছ নিজেকে যৌবনে,
চলেছ ভালবাসা ছড়িয়ে দিতে দিতে ।
সীমান্ত তোমায় ধরে রাখতে পারেনি বন্ধনে ।
বরাক, তোমার পারে পারে নানা জনজাতির বাস,
কৌলীন্যের কল্কে তাদের দেয়নি ইতিহাস,
তোমার পারে লেখা হয়নি কোনও বেদ, বেদান্ত, রামায়ণ,
লড়া হয়নি কোনও কারবালার রণ ।
কিন্তু মাতৃভাষা কেড়েনেওয়া অত্যাচারের প্রতিবাদে
মন্দ্রিত হয়েছিল তোমার আকাশ বাতাস ।
তোমার নরম রূপের ভেতরেও লুকিয়ে আছে আগুন,
জগৎ পেয়েছিল তার তীব্র আভাস ।
এগারো শহীদের রক্ত মিশে গিয়েছিল তোমার উপত্যকায়,
তোমার জলে জননীদের অশ্রুতর্পণ, হায় ।
আজও সেই প্রতিবাদীরা উপেক্ষিত সাজানো ইতিহাসের ছিন্নপত্রে,
অচিহ্নিত সেই স্থান ভূগোলের খেয়ালি মানচিত্রে ।
তোমার নাম নেই সাঙ্ঘাতিক কোন ইতিহাস ভূগোলের পাতায়,
থারমোপলি, হলদিঘাট, শরাইঘাটের তালিকায়,
তাদের আগুন থেকে তোমার আগুন নয় ঊন প্রতিভাস ।
তবুও হায়, তোমার অকুলীন ইতিহাস !
বরাক, সেই আগুন কি নিভে গেছে ?
তোমার বন্যার পলির নিচে, কচুরিপানার পাঁকের তলায়
তার পরিণতি জীবাশ্মের প্রায় ?
শহীদের রক্ত তোমাকে আরো দুবার দিয়ে গেছে নাড়া,
তবু আজ তোমার মুখের বুলি ভেসেছে আবিলতায় ।
ভেঙ্গে দিচ্ছে মেরুদণ্ড কত ছলে, কত অত্যাচার।
তুমি কি মেনে গেছ হার ?
নাহলে আজ রাস্তার মোড়ে, কার্যালয়ে, স্টেশনে,
অন্যভাষার আবর্জনা বিজ্ঞাপনে, শিশুদের বইয়ের পাতায়,
বিকানো আত্মসম্মানের প্রতিবাদের নেই কোনো দায় ।
হার মেনোনা, বরাক, তুমি হার মেনোনা, মিনতি করি,
অশ্রু জমাট বেঁধে হোক হীরকের তরবারি।
তোমার দীর্ঘশ্বাস আগুন-গিরির মত যেন লাভা গলায়,
উৎসর্গিত প্রাণের লড়াই বৃথা না যায় ।
তোমার মত বহমান আবহমান কালের মাতৃভাষা,
তারি কল্লোলে বাজুক আমাদের গর্ব-আশা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন