“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৬ মে, ২০১৬

ষষ্ঠপদীর ঝঙ্কার — দুই

© সুনীতি দেবনাথ

বসরাই গোলাব ঝরায় সোহাগ পাপড়ির
শবনমী ঝালর সারারাত তোর ঐ ওষ্ঠপুটে,
সাকি তোর অধরসুধার সুপ্ত মিঠাস জাগায় প্রাণে
দ্রোহের আগুন রাত্রি শেষের এই প্রহরে,
জেগে ওঠো ও মুসাফির, ছাড়তে হবে এ ঠিকানা,
তোর মিহিন সুরে কান্না-বিবশ হলাম রে দিওয়ানা!

চেন্নাই,
১৯ এপ্রিল, ২০১৬

কোন মন্তব্য নেই: