।। চিরশ্রী দেবনাথ ।।
আশেপাশে
কোন বিমূর্ত প্রেমিক
একটি পক্ষীরাজ ঘোড়া পা ঠুকে ঠুকে কেন যে ক্লান্ত
গ্রহ তো এখনো সবুজ, ধুলোর প্রাসাদে নতুন ধান
রাতকে ঘিরে হাঁটু ভেঙে বসে শরীরী গ্রন্থ
উড়ে উড়ে জমে উঠে ঝকঝকে ছুঁড়ি বরফ
এসবই প্রলাপ, আত্মরতি, বিড়াল লোভ
কয়েকদিনের এই লেখা আসলে কল্পিত সত্ত্বা
ছিঁড়ে, খুঁজে, খুঁটে দলিলের মুহুরি হিসেব
এভাবেই মিথ্যে যাপন.... নত হয়ে থাকা এক মানবী মুখ
একটি পক্ষীরাজ ঘোড়া পা ঠুকে ঠুকে কেন যে ক্লান্ত
গ্রহ তো এখনো সবুজ, ধুলোর প্রাসাদে নতুন ধান
রাতকে ঘিরে হাঁটু ভেঙে বসে শরীরী গ্রন্থ
উড়ে উড়ে জমে উঠে ঝকঝকে ছুঁড়ি বরফ
এসবই প্রলাপ, আত্মরতি, বিড়াল লোভ
কয়েকদিনের এই লেখা আসলে কল্পিত সত্ত্বা
ছিঁড়ে, খুঁজে, খুঁটে দলিলের মুহুরি হিসেব
এভাবেই মিথ্যে যাপন.... নত হয়ে থাকা এক মানবী মুখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন