দূর দিগন্তে দ্রোহকালের অগ্নিশিখায়
তোর লাল উড়নার রঙ মিশে যায়,
ও লো সাকি ক্রান্তিকালের দুন্দুভি বাজে
ধ্বংসের কোলে সৃষ্টি নাচে, তোর দীঘল বেণী
দোলে দোলে নাচছে যেন বিষধরী কালনাগিনী,
আয় লো সাকি দে সিরাজী মাতাল হবো দু'জনে।
© সুনীতি দেবনাথ
চেন্নাই,
২৪ এপ্রিল, ২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন