ফুটপাত ধরে হাঁটি-
মাঝে মাঝে চোখ রাখি
দামি গাড়ির জানালায়।
রোদ্রতপ্ত শরতের দুপুরেও
আনমনে খুঁজে চলি
কোথায় আছো চিত্রলেখা?
আজ মন চায় তোমায়
শরতের এই ঝলমলে রোদ
আর ফুরফুরে হাওয়ায়
মনের অলিগলি হয়ে
তুমি যে পালিয়ে গেলে
এখন তোমাকে পাই কোথায়
তুমি তো জান না
এজীবন "তেরে নাম" চিত্রলেখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন