“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

চূর্ণ গ্রীষ্ম....তিন

।। চিরশ্রী দেবনাথ  ।।  
 
(C)Image:ছবি
















হনে জাত  দিনটিকে মনে হয় সবুজ মোম
গলে গলে  গর্ভে ধারণ করছে শ্যাওলাসুখগুল্মসঙ্গম
শুধু কিছু অবান্তর ছেঁড়া বৃষ্টি হোক
বেড়ে উঠবে পত্রবিতান, বানানো গল্পগাছা
গ্রীষ্মের এই সন্ন্যাসীজীবন
আসলে তার শাপগ্রস্ত যক্ষ্মা কাল
সব প্রাচীন কবিরা হাতে তুলে নিয়েছে যন্ত্রকলম
ছিটকে ছিটকে পরছে পুরাতন গ্রীষ্মশরীর
ঢুকে যাচ্ছে সব আসন্নপ্রসবা মায়ের গর্ভকুটিরে
চন্দনবর্ণের পুরুষেরা জন্ম নেবে, ছেয়ে যাবে সুগন্ধি গরম

কোন মন্তব্য নেই: