“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

বসন্ত ধুলো ....চব্বিশ



(C)Image:ছবি















মাংসাশী সুর
.................চিরশ্রী দেবনাথ

মাংস কাটার দোকানের কাছে বসে আছে
এক পরিযায়ী বেহালাবাদক
ছাল উঠছে, রক্ত ঝড়ছে টুপটাপ
বেহালায় জোৎস্না সুর,চোখ বন্ধ
পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে মাংস কাটার গান
ছাল উঠছে, রক্ত ঝড়ছে টুপটাপ
বসন্তের পশুরা সার সার গান শুনছে
ঝরে ঝরে পড়ছে লোম, পোকা
সোনালি চামড়ায় ভেসে যাচ্ছে ত্বক
সোনালি ছাল জমছে আর জমছে
বেহালার সুরে এবার শুধু
  ঘুমিয়ে পড়ার গান, ঝরা লোমের গান.....

কোন মন্তব্য নেই: