“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬

চূর্ণগ্রীষ্ম.....এক

।। চিরশ্রী দেবনাথ ।।

(C)Image:ছবি















ক এক করে জমবে ঘামফসল
সব রোদজ্বলা দুপুর তার সহজ যাত্রী
আমি তাদের সঙ্গী নই
আমার আয়নায় জলছোঁয়া মেয়ে রোদ
বিচূর্ণ ফুলসম্ভারে সাধিকা যাপন
উষ্ণতা ভিজিয়ে দেবে ওষ্ঠ কথকতা
প্রিয় চা গন্ধে ডুবে থাকা নতুন সময়ে
একটি উদাসীন  মাল্যগ্রন্থি ....
যে  নরম পলির মতো রঙ্ বসন্ত ফেলে গেছে
চিনে নেই, ছুঁয়ে দেখি
তুলে রাখবো ধুয়ে, শুকিয়ে...
গহন গভীর গ্রীষ্মে..

কোন মন্তব্য নেই: