।। চিরশ্রী দেবনাথ ।।
(C)Image:ছবি |
এক এক করে জমবে ঘামফসল
সব রোদজ্বলা দুপুর তার সহজ যাত্রী
সব রোদজ্বলা দুপুর তার সহজ যাত্রী
আমি তাদের সঙ্গী নই
আমার আয়নায় জলছোঁয়া মেয়ে রোদ
বিচূর্ণ ফুলসম্ভারে সাধিকা যাপন
বিচূর্ণ ফুলসম্ভারে সাধিকা যাপন
উষ্ণতা ভিজিয়ে দেবে ওষ্ঠ কথকতা
প্রিয় চা গন্ধে ডুবে থাকা নতুন সময়ে
একটি উদাসীন মাল্যগ্রন্থি ....
একটি উদাসীন মাল্যগ্রন্থি ....
যে নরম পলির মতো রঙ্ বসন্ত ফেলে গেছে
চিনে নেই, ছুঁয়ে দেখি
তুলে রাখবো ধুয়ে, শুকিয়ে...
গহন গভীর গ্রীষ্মে..
চিনে নেই, ছুঁয়ে দেখি
তুলে রাখবো ধুয়ে, শুকিয়ে...
গহন গভীর গ্রীষ্মে..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন