“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৮ মার্চ, ২০১৩

ফিরে আয় খোকা

                                                        ।। শৈলেন দাস ।।



















কাঠের ফ্রেমে খোকার বিবর্ণ ছবি 
একদৃষ্টে তাকিয়ে দুঃখিনি মা 
দীর্ঘ শ্বাস ফেলে জল জমে চোখের কোনায়। 

 উঠানে সন্ধ্যার ছায়া নেমেছে 
এখন খোকার ঘরে ফেরার পালা। 

 বাড়ির অদূরে ইউনিভার্সিটি 
শিক্ষার আলোয় উদ্ভাসিত খোকা 
পথ ভুলেছে মরীচিকায়!! 

 কুঁড়ে ঘরে মাটির প্রদীপ নিভু নিভু 
পথের ধারে দাঁড়িয়ে ডাকে মা-য় 
আয় খোকা আয় ফিরে আয়।।

(c) Picture:ছবি

কোন মন্তব্য নেই: