“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩ মার্চ, ২০১৩

ছন্নছাড়া

                                                      ।।দ্বীপতনয় ঘোষ।।




















লেজ থেকে ইউনিভারসিটি
প্রতিষ্ঠিত হওয়ার দৌড়ে
বন্দী এক নতুন ইমারতে 
বদলাল পরিস্থিতি বদলাল শহর। 
বদলাল না কিছু স্বভাববদলাল না কিছু জবাব।

আচ্ছন্ন হতে চাইছে মন
আঁকড়ে ধরতে চাইছে
কিছু ভুলে যাওয়া স্মৃতিকে। 
শুনতে চাইছে কিছু না বলা কথা। 
খুঁজছে কিছু হারিয়ে যাওয়া প্রতিচ্ছবি।

আশেপাশের মানুষগুলো 
যখন ব্যস্ত নিজেদের 
আঁখের গোছাতে
আমি তখন কবর থেকে 
অস্তিত্ব খোঁজার পথে।

বন্ধুদের ভিড় থেকে অনেক দূরে
মিথ্যে কথার জঞ্জাল সরিয়ে
দৈহিক সম্পর্কের জটিলতা এড়িয়ে,
মন চাইছে আজ একটু একা হতে।

ছন্নছাড়া ভাবনা আমার 
মেলছে মনে ডানা
তাই আবোল তাবোল শব্দ জুড়ে 
নষ্ট করছি সময়খানা।

(c) Picture: ছবি

কোন মন্তব্য নেই: