“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩ মার্চ, ২০১৩

খামখেয়ালীপনা

                                        
                                       ।।দ্বীপতনয় ঘোষ।।





















পোষহীন কোনও নীল রঙের আভায়
বিবর্ণ তোমার নারী মন। 
তোমার শূন্যতার গভীরে প্রতীক্ষায় আমি 
হচ্ছি কোনও স্বীকারোক্তির বিচারে দহন।

পুরনো খাতার আনাচে কানাচে লুকিয়ে থাকা 
তোমার নাম প্রকাশ পায় 
কোনও মেইল আই ডির পাসওয়ার্ডে। 
ধুয়ে মুছে ফেলে দেওয়া অভিমান 
স্পষ্ট ফুটে ওঠে সামনে খোলা বইয়ের পাতায়।

রঙ্গীন জল আর সাদা ধোঁয়ার দুঃখ বিলাসিতা 
অবকাশ পেলেই ঠিকরে বেরায় জমা অভিমানের তেষ্টা। 
জন্ম নেয় আর একটা আনকোরা হাতের লেখায় 
একটুকরো খামখেয়ালীপনা।

(c) Picture:ছবি

কোন মন্তব্য নেই: