।।দ্বীপতনয় ঘোষ।।
অজান্তে অশালীন হই,
না আমি কিছুই বুঝিনা,
বার বার হেরে গিয়ে শান্তি খুঁজিনা।
আমার অকুলীন ক্ষোভে,
এ শহর পাশ ফিরে শোবে
আন্দোলনের রাতে আমিও সাজাবো
শহর পরেই তার বেহালা বাজাবো।
শঙ্কিত আলোকেরা আমাকে না পেলে
দেখবো কেমন করে ডানাগুলো মেলে
উড়ে যায় দূরে যায় খুঁড়ে খায় জানি
আমি আজকাল শুধু আমাকেই মানি,
গৃহহীন আলোহীন একা ফুটপাথে
মন টন খারাপেরা দল বেঁধে হাঁটে
ট্যাক্সি ট্রাম চাপা পড়ে গিয়ে কাঁদে
আমার বিরুদ্ধে সব জোট টোট বাঁধে।
নই আমি কমদামী নই আমি সোজা
অত কাঁচা নই আমি, নই আমি বোঝা
আলস্যে অকারণ ফেলোনা আমাকে
৫টি মন্তব্য:
আমার অকুলীন ক্ষোভে,
এ শহর পাশ ফিরে শোবে
আমার অকুলীন ক্ষোভে,
এ শহর পাশ ফিরে শোবে
আমি আজকাল শুধু আমাকেই মানি
বেশ ভালো লাগে পাঠে । পংক্তিগুলো মনে থাকে ।
'আমি জানি আজও খুশী আমাকেই ডাকে'
শুভেচ্ছা কবিকে ।
ধন্যবাদ @ফাল্গুনি দি।
একটি মন্তব্য পোস্ট করুন