“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩ মার্চ, ২০১৩

বঞ্চন


                           ।।শুভদীপ দেব।।







কোটি কোটি কষ্টের ত্বক মিশে আছে শহরের পীচে...
ডানা মেলা আরেকটা বাদুড়...
আটকেছে সকালের তারে...
ষ্ট্রট লাইট আলোর আশেপাশে আজকাল পোকা নেই...
এক পায়ের চপ্পল হারানোর মত
তোমাকে  হারিয়েছিলাম...
তারপর থেকে রোজ একদল
প্রতারিত ভিক্ষুক আসে বাড়ীতে...
আমার ঘরের সবজি কেটে ওরা উনকোটি দেবতার মুখ আঁকে...
ব্যাথা পায় না টেরেস কাটা দেহ
শুধু ভেতরে ভেতরে সময় কমে রিফিলের...


                                                                           






কোন মন্তব্য নেই: