।। শৈলেন দাস।।
আমি যেখানে দাঁড়িয়ে
ডানে রামকৃষ্ণ সারদা মা বাঁয়ে
মাঝখানে জগজ্জননী, আমার বাঁ দিকটায় একটু সামনে
দক্ষিণ দিকে মুখ।
ভক্তরা আসছে কাতারে
কেউ দাঁড়িয়ে কেউবা বসে
কেউ প্রণাম করছে হাঁটুগেড়ে।
একজন মহিলা ঘাড় নোয়াতে
নজরে পড়ল একটি চোখ।
যেন পবিত্র জোসনায়-
নির্মল আকাশে, চঞ্চল বাতাসে
বিলিয়ে অনুভূতির সুখ
নারকেল পাতার মৃদু ঝাপটায়
আড়ালে যায় চাঁদের মুখ।
আমি যেখানে দাঁড়িয়ে
ডানে রামকৃষ্ণ সারদা মা বাঁয়ে
মাঝখানে জগজ্জননী, আমার বাঁ দিকটায় একটু সামনে
দক্ষিণ দিকে মুখ।
ভক্তরা আসছে কাতারে
কেউ দাঁড়িয়ে কেউবা বসে
কেউ প্রণাম করছে হাঁটুগেড়ে।
একজন মহিলা ঘাড় নোয়াতে
নজরে পড়ল একটি চোখ।
যেন পবিত্র জোসনায়-
নির্মল আকাশে, চঞ্চল বাতাসে
বিলিয়ে অনুভূতির সুখ
নারকেল পাতার মৃদু ঝাপটায়
আড়ালে যায় চাঁদের মুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন