“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

শুধু তোমারি জন্য

                        (১)






 
 
 
 
 
 
বুঝিনি কেন আজো কি এই জীবন
আশার পূরণ নাকি শুধুই মরণ
আনন্দ হারায় কেন দুখের ভিড়ে
মন চলে যায় কোন স্মৃতির তীরে
কেন শুধুই চেয়ে থাকা আশায় আশায়
তোমার বিরহে আমায় অশ্রু যে ভাসায়
বাঁধতে গিয়ে কেবলই ভাঙ্গে শান্তির নীড়
মনেতে বিঁধে কোন যে আঁধারের তীর
ভেবে যাই যাবনা আর তোমার দিকে
তবুও বুক ভরে বিশ্বাস করি ভালবাসার এই
রাগ অনুরাগে ভরা রঙগুলো নয় ফিকে----- !!!

                                     ...................অরুণিমা


কোন মন্তব্য নেই: