।। শুভদীপ দেব ।।
যেদিকটা চরাচরে নির্বাক
নদী ঘাটে অববাহে তবু কেন সম্মুখ ভুল
নিলাচল তবু কেন চেয়ে থাকে মানবীর বুকে
পাখিরাও নীড় খোজে নীলিমায়
সবই কেন পথ খোজে সীমানায়
তবু কেন পাটাতনে শেষ দাগ লেখা হয়ে থাকে
অপার দেউল কেন দোলা দেয় বনে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন