“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২ মার্চ, ২০১৩

তোমায় দিলাম



 











সন্তের গন্ধ যেমন গাছের নতুন পাতার সাথে মাখা...
তেমনই কোন এক অন্ধকারের আলতো আলোয়...
তোমার ছায়া এসে দাড়ায়...
জলরঙা কল্পনার মত তুমি
গোপনে গোপনে গাও শীত হারানোর গান...
আমার জড়িয়ে ধরা কালো
আমাকে সুখ দেয় অপার...
উদ্বেল হয়ে আমরা দুজন আবার ফিরি অবান্তরের মাঠে...
 

(c) Picture:ছবি

কোন মন্তব্য নেই: