“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৯ মার্চ, ২০১৩

একটু অন্যরকম

।।দ্বীপতনয় ঘোষ ।।






















ন্যরকম গল্পগুলোর অন্যরকম মানে 
অন্য মানে অন্য কেন অন্য লোকে জানে
অন্য কোথাও অন্য ছলে অন্য আকাশ দেখে 

অন্য রকম মেঘের বুকে অন্য বৃষ্টির চোখে
অন্য তুমি অন্য মনন অন্য রকম ছোঁয়া 

অন্য রকম ভাবনা ভেবেও অন্য স্মৃতির হাওয়া। 

অন্যরকম দশার খোঁজে অন্য রকম মন
অন্যরকম তোর ছায়াতে অন্য মন কেমন
অন্যরকম কারণ অকারণে অন্য চাওয়া পাওয়া 

অন্যভাবে ন্য হয়ে ভালবাসতে চাওয়া 

অন্যরকম যদি হত অন্য রাজার কন্যে 

অন্য দেশে দিশাহারা রাজপুত্তের জন্যে 

যখন অন্যভাবে অন্য বেশে পক্ষীরাজে ভেসে 

জিয়নকাঠি ছুঁয়ে যাবে রাজকন্যার কেশে 

অন্যরকম ভাবনা গুলোর অন্যরকম ভাষা 

অন্য না হয় নাই বললাম এসব অন্য আশা।