“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১২

ফিরে এসো এবার...




এই পাহাড় আজ অসহায়।
বাঁশ গাছগুলি ফুলে ফুলে পোয়াতি।

যে ফুলের সুখে পৃথিবী পা রাখে শুভরাত্রির চৌকাঠে
সেই ফুলের কাছে আমার পাহাড় আজ নতজানু কিঙ্কর।

কোথায় তুমি?
কি করে বাঁচাবো এই পাহাড়ী প্রলাপ! কোথায় দেব জলপট্টি।

প্লিজ এসো।
এই পাহাড় তোমার জন্য সবুজ গালিচা বিছিয়ে দিয়েছিল।

অপেক্ষার রাত শেষে অবাঞ্ছিত ফুল চায়নি।

তুমিই জানো শুধু এই বাঁশ ফুলের পরান হদিশ।
তুমিই শুধু উপমা আপাতত
ফুলের যত অহং সুবাস লজ্জা পায় শুধু তোমারই কাছে

আমি জ্বালিয়ে রেখেছি ফায়ার আয়ারনস
শেষরাতে নিমপাতা জলে আরেকবার না হয় সেদ্ধ হলই
তোমার কাঁচুলি

প্লিজ এসো...
ফিরে এসো এবার।

আমার পাহাড় আজ আমারই মতো অসহায় হয়ে ডাকছে তোমায়
সন্ধ্যে হতেই বসন্ত ফুল সব লাল হয়ে ফুটছে পাহাড়ের শরীরে।

শীতল পরশ চায় তোমার।
আয়োজন চলছে তোমার পুজার  


৩টি মন্তব্য:

সুশান্ত কর বলেছেন...

দারুণ!

Anup Sadi বলেছেন...

পাহাড়ের কাছে ফিরে আসা প্রকৃতির কাছেই ফিরে আসা। উভয়টিই জরুরি।

Mitropokhyo বলেছেন...

ধন্যবাদ অনুপ সাদি। হ্যা আপনি ঠিকই বলেছেন উভয়টিই জরুরি। পাশে থাকবেন।