“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১২

আজ বসন্ত


আমায় সহ্য করতে না পেরে
শীত নদীর রক্তস্রাব বন্ধ।

একটা বেশ্যাও তার রাতের খোরাককে আজীবন মনে রাখে

একদিন উটের পীঠে চড়ে
কোন এক আরব্য দুপুরে আমার দৌড়


আশ্চর্য জুয়ায় মেতে উঠেছ তুমি
আমায় নিয়ে, বাঞ্ছারামের বাগান বাড়িতে

তবু তুমি আছো
তাই আজ বসন্ত

কোন মন্তব্য নেই: