“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১২

দিল্লির গ্রন্থমেলাতে বরাক উপত্যকার বাংলা গল্পের ইংরেজি অনুবাদ 'BARBED WIRE FENCE

ছবিতে সংবাদটি পড়তে প্রতিটিতে দু'বার করে ক্লিক করুন, তাতেও অসুবিধে হলে ছবিতে ক্লিক করে ctrl+ টিপুনঃ


কোন মন্তব্য নেই: