“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

'লিটিল ফিস ইট বিগ ফিস' নিবেদিত পাঁচটি ব্যয়বিহীন ছবি

কতকগুলো ছোট ছবি দেখলাম অনামিত্র রায়ের কল্যাণে। 'লিটিল ফিস ইট বিগ ফিস' নিবেদিত পাঁচটি  ব্যয়বিহীন ছবি । ভাবলাম আপনাদেরকে কেন না দেখাই। তাই তুলে দিলাম। ছবি সম্পর্কে কিছু বলতে হলে অনামিত্র নিজেই বলবেন, মন্তব্যের বাক্সে।








৪টি মন্তব্য:

Roy Anamittra বলেছেন...

Dhanyabaad Susanta Babu, ei post tir janya. Asole amra 2008 saal thekei Kolkata shahore ei no-budget chhobi bananor kajti kore aschhi. Ei video guli asole amader tritio dvd-r antorgato chhobigulir promo. ebarer kolkata little magazine melay 12th January DVD ti prokashito hoechhe.

Amader forum er blog eiti: http://lfebf.tk

সুশান্ত কর বলেছেন...

ধন্যবাদ, এই তথ্যগুলো দরকারি ছিল। আপনাদের ফোরাম লিঙ্কটা মূল পোষ্টে দিয়ে দিচ্ছি। এবারে শিরোনাম ঠিক আছে?

Roy Anamittra বলেছেন...

Dibbi :)

Biplob Rahman বলেছেন...

জয় হোক!