হেমাঙ্গ বিশ্বাস
ধূসর রাজপুতানার মরুভূমি থেকে
নিক্ষিপ্ত একটি কঠিন ঢেলা
অনেক উপকথা, অনেক গাথা বুকে নিয়ে
কী অনন্ত তৃষ্ণায় ধুঁকে ধুঁকে মরছিল।
শ্যামল আসামের
কোমল মেঘের চুমায়
সে মাটির কন্যা জেগে উঠল,
তারই গর্ভে জন্ম নিলে তুমি,
বৃষ্টির ধারায় রূপ নিল
কী অফুরন্ত সৃষ্টির ফোয়ারা!
১৯৫৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন