“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

রূপকুমার জ্যোতিপ্রসাদকে


 হেমাঙ্গ বিশ্বাস



ধূসর রাজপুতানার মরুভূমি থেকে
নিক্ষিপ্ত একটি কঠিন ঢেলা
অনেক উপকথা, অনেক গাথা বুকে নিয়ে
কী অনন্ত তৃষ্ণায় ধুঁকে ধুঁকে মরছিল।

শ্যামল আসামের
কোমল মেঘের চুমায়
সে মাটির কন্যা জেগে উঠল,
তারই গর্ভে জন্ম নিলে তুমি,
বৃষ্টির ধারায় রূপ নিল
কী অফুরন্ত সৃষ্টির ফোয়ারা!

১৯৫৭

কোন মন্তব্য নেই: