“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

'রেনি ডে' গানের জন্যে ভিডিও তৈরির প্রতিযোগিতাতে অসমের চন্দ্রানী এবং সোনালী

মেরিকার গানের দল 'অপার বাংলা'র 'রেনি ডে' গানের জন্যে ভিডিও তৈরির প্রতিযোগিতাতে (বিস্তৃত এখানে দেখুন) অসম থেকে যোগ দিয়েছিলেন দু'জন। শিলচরের চন্দ্রানী পুরকায়স্থ এবং যোরহাটের সোনালি দত্ত। এছাড়াও কলকাতা,ঢাকা সহ ভারত বাংলাদেশ এবং ইউরোপের নানা শহর থেকে অনেকেই রয়েছেন। প্রতিযোগিতার পরিণাম ঘোষিত হবে আগামি ২১শে ফেব্রুয়ারী, ২০১২। সর্বোচ্চ পুরস্কারটি অবশ্যি জুরি পুরষ্কার । কিন্তু যেটি সবচে' বেশি ইউ টিউবে দেখা হবে এবং লাইক করা হবে তার জন্যেও থাকবে পুরস্কার। সুতরাং চন্দ্রানী এবং সোনালীর কথা ভাবতেই পারেন। অন্য প্রতিযোগীদের জন্যে এখানে দেখুন।


চন্দ্রানীর ভিডিওঃ


সোনালীর ভিডিওঃ

কোন মন্তব্য নেই: