।। আ,ফ,ম, ইকবাল ॥
(C)Imageঃছবি |
আমরা কি সত্যিই বদলে যাচ্ছি?
না কি বদলে গেছি ?
হ্যাঁ, বদলে যাচ্ছে চারপাশ
বদলে যাচ্ছে আমাদের ভাবনার পরিসর
বদলে যাচ্ছে আমাদের ভাষা
আমাদের ভাবনা
আমাদের উপমা আর চিত্রকল্প।
সত্যিই, আমরা বসে নেই বাপ-দাদার যুগে
আমরা ব্যস্ত আজ শর্টকাটের সন্ধানে
গদ্যে-পদ্যে খাদ্যে
নেই আজ গ্রামারের কারসাজি
নেই বানানের পরোয়া
নেই ক্যানভাসে রঙের তালমিল !
নবীন পরিসরে আনছি আমরা
নতুন রকমের চিত্রায়ন
করছি নতুন শব্দ চয়ন,
আমাদের চিন্তায়-চেতনায়
ঘটছে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণ
আমাদের চলায় বলায়
আজ সাইন্সের রেডিয়েশন !
সৃজনশীলতার তুলাদন্ড হয়ে উঠেছে
লাইক কমেন্ট আর চাটুকারিতা
অনলাইন অফলাইনের মাধ্যমে
হচ্ছে ভার্চুয়াল মূল্যায়ন !
হয়তো ভুলেই যাচ্ছি
সৃষ্টিশীল সৃজনশীলতার উৎপাদন !
বেরিয়ে কি আসতে পারবো
এই ব্রেকেট হতে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন