“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

আমরা কি বদলে যাচ্ছি ?

 
                ।। আ,ফ,ম, ইকবাল ॥


(C)Imageঃছবি


 
 
 
 
 
মরা কি সত্যিই বদলে যাচ্ছি? 
না কি বদলে গেছি ? 
হ্যাঁ, বদলে যাচ্ছে চারপাশ  
বদলে যাচ্ছে আমাদের ভাবনার পরিসর  
বদলে যাচ্ছে আমাদের ভাষা  
আমাদের ভাবনা  
আমাদের উপমা আর চিত্রকল্প। 

সত্যিই, আমরা বসে নেই বাপ-দাদার যুগে  
আমরা ব্যস্ত আজ শর্টকাটের সন্ধানে  
গদ্যে-পদ্যে খাদ্যে  
নেই আজ গ্রামারের কারসাজি  
নেই বানানের পরোয়া  
নেই ক্যানভাসে রঙের তালমিল !  

নবীন পরিসরে আনছি আমরা  
নতুন রকমের চিত্রায়ন  
করছি নতুন শব্দ চয়ন, 
আমাদের চিন্তায়-চেতনায়  
ঘটছে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণ 
আমাদের চলায় বলায়  
আজ সাইন্সের রেডিয়েশন !

সৃজনশীলতার তুলাদন্ড হয়ে উঠেছে  
লাইক কমেন্ট আর চাটুকারিতা  
অনলাইন অফলাইনের মাধ্যমে  
হচ্ছে ভার্চুয়াল মূল্যায়ন ! 
হয়তো ভুলেই যাচ্ছি  
সৃষ্টিশীল সৃজনশীলতার উৎপাদন !  

বেরিয়ে কি আসতে পারবো  
এই ব্রেকেট হতে ? 
           
      
              

কোন মন্তব্য নেই: