ফেসবুকের উত্তর সূরি গোষ্ঠী সম্প্রতি বাংলা বানান নিয়ে পাঁচ পর্বে পাঁচটি বক্তৃতা আয়োজন করেন। দুই পর্বে কথা বলেন বিশ্বজিৎ চৌধুরীর বক্তব্যে। আরো তিন পর্বে কথা বলেন অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক তপোধীর ভট্টাচার্য ও সুকুমার বাগচি। গুরুত্ব বিবেচনাতে আমরা এই চারটি বক্তৃতাই এখানে নিয়ে এলাম এক সঙ্গে। ফেসবুকের ভিডিও ফেসবুক হোয়াটস এপ, টুইটারে শেয়ার করলে যদি আপত্তির কিছু নেই, ব্লগেও করলেও আপত্তির কিছু থাকতে পারে না। এবং উত্তরসুরি গোষ্ঠীর অনুমোদন নিয়েই সেগুলো এখানে নিয়ে আসা হলো।
এখানেই ভিডিওগুলোতে ক্লিক করে ক্রামানুসারে শুনতে পারবেন। অনেকগুলো ভিডিও একত্রে থাকার জন্যে লোড নিয়ে সমস্যা হতে পারে। মাঝে মধ্যে বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভিডিও ফুলস্ক্রিণ করে নিন। শুনা যাবে পুরোটাই। যদি মোবাইলে দেখছেন, দুই বার ক্লিক করুন। আপনার মোবাইলের পুরো পর্দাতে ভিডিও দেখা যাবে। ডেক্সটপে যদি দেখছেন, ভিডিওর উপরে মাউস নিলে ফুলস্ক্রিণ বিকল্প পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন