।। সুপ্রদীপ দত্তরায় ।।
(C)ছবি:image |
আকাশটা মেঘলা ভীষণ
বৃষ্টি হলেও হতে পারে আজ,
বৃষ্টি ভিজলে সর্দি হয় শুনেছি
সর্দি, জ্বরে আমার ভীষণ ভয়।
জীবনটা এমনিতেই ঝুঁকিতে ভরা
এর বেশি ঝুঁকি নেওয়া ঠিক নয় কিছুতেই,
নিয়মের একটা বাঁধা ধরা পথ আছে তো ?
আমার পথ পৃথক করবো কেন ?
ভারতবর্ষ স্বাধীন হবে যেদিন,
তেলেভোলোর মাঠটাও স্বাধীন হবে জানি।
তোমার মনে প্রশ্নগুলো "জীওল' মাছের মতোই
রান্নাঘরে হাঁড়ির মধ্যে গাদাগাদি রাখা,
জীবনের গ্যারেন্টি নেই, প্রশ্নের সংখ্যা !
অনেক লোকেই অনেক কিছু বলেন
তাই বলে ঝড়ের সাথি হতেই পারি না ।
অনেক কাঠখড় পুড়িয়ে তোকে পেয়েছি শান্তি,
এখনও তুই অনেকটাই 'বন্য'।
আজ বৃষ্টি হোক কিংবা না
তোর ইচ্ছে থাক আর নাই থাক,
শান্তি, তোর খোলা বুকে মুখ ঘষতে ঘষতে আয় না,
বরাবরের মতোই আজ দুপুরটা
নিরাপদে সেলিব্রেট করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন