“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

এপার-ওপার

  ।। রফিক উদ্দিন লস্কর।। 

 

(C)image:ছবি

 

 

 

 

 

 

কই আকাশ একই মাটি
একই হাওয়া বয়,
মাঝখানে যার কাঁটাতারে
দুইটি সীমা হয়।

এদিক ওদিক ওড়ে পাখি
এপার-ওপার নাই,
একই ভাষায় কথাও বলে
ভালো লাগে তাই।

ইচ্ছে করে পাখির মতো
ঘুরতে ফিরতে বেশ,
মুক্ত ডানায় ভর করিয়ে
মুছতে সকল ক্লেশ।

এপার হতে দেখতে পারি
লোকের চলাচল,
একই নদীর উজান ভাটি
বুক ফোলানো জল।

আমার মায়ের মুখের ভাষা
দুইপারেতেও চলে,
দূর সীমানায়  হাত বাড়িয়ে
কি যেনো যায় বলে।
____________________

কোন মন্তব্য নেই: